কী ঘটেছিল রোববার রাতে

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:১২ পূর্বাহ্ণ

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় গতকাল সোমবার সাংসদ হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে গত রোববার রাতে কী ঘটেছিল ওই নৌ কর্মকর্তার সাথে? এমন প্রশ্নের জবাব পাওয়া যায় ওই নৌ কর্মকর্তার মামলার এজহার ও ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। খবর বিডিনিউজের।
মামলার এজাহারে বলা হয়েছে, লেফটেন্যান্ট ওয়াসিফ রোববার রাত পৌনে ৮টার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। ল্যাবএইড হাসপাতালের সামনে সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি কালো রঙের ল্যান্ড রোভার গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১-৫৭৩৬) পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ওয়াসিফ ও তার স্ত্রী ধাক্কা সামলে মোটরসাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে ওই গাড়ি থেকে জাহিদ, দিপু এবং অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজন ‘অশ্লীল ভাষায় গালিগালাজ’ করতে করতে নেমে আসে এবং ‘মারধর’ শুরু করে। তারা লেফটেন্যান্ট ওয়াসিফ ও তার স্ত্রীকে ‘উঠিয়ে নেওয়া এবং হত্যার’ হুমকি দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। ওই ঘটনার পরে একজন প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে লেফটেন্যান্ট ওয়াসিফের বক্তব্য ধারণ করেন, যা ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে নৌবাহিনীর এই কর্মকর্তাকে রক্তাক্ত মুখে বলতে শোনা যায়, তিনি পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়েছে, তার স্ত্রীর গায়েও ‘হাত দিয়েছে’। এর জের ধরে হাজী সেলিমের ওই বাড়ি ঘিরে অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই চতুর্থ তলা থেকে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ‘হেফাজতে’ নেওয়ার কথা জানান র‌্যাব কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে একদিনেই ৬৭ লাইটারেজ
পরবর্তী নিবন্ধগল্পটি প্রতারণার টার্গেটও ভিন্ন