কী ক্ষতি

সুলতানা বেগম | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:১৪ পূর্বাহ্ণ

আমি হোঁচট খেয়ে পড়ে গেলে,

আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে,

হাতটা বাড়ালে না, বললে, উঠে পড়!

বেরিয়েছিলাম দুজনে কিছুদূর হাঁটবো বলে

জখমী হয়ে ঘরমুখো হলাম তোমাকে ফেলে,

বুঝলাম, বোধটা আসলেই খুব বড়।

বোধের দুই পাড়ে থাকে ভাব আর অভাব,

ওদের সেতুবন্ধন আমাদের স্বভাব।

স্বভাবকে পুষে রাখি বড় আদরে।

ভাবিনা যে স্বভাবের চেয়ে সম্পর্ক জরুরি,

দেহের সাথে স্বভাবও তো অপসারী!

কার কী ক্ষতি ভালোবাসায় বেচেঁ থাকি যদি?

পূর্ববর্তী নিবন্ধভাসি বানের জলে
পরবর্তী নিবন্ধবুকের ক্ষরণে