কী কী করলে ভালো নির্বাচন হয়, ঠিক করুন : মান্না

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য অগ্রাধিকার ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, কী কী করলে ভালো নির্বাচন হয়, এটা ঠিক করুন। খবর বিডিনিউজের।

মান্না বলেন, দেশের এখন যে অবস্থা, আমাদেরকে খোলনলচা বদলাতে হবে, দেশ বদলাতে হবে। সরকার পদ্ধতি বদলাতে হবে মানে, পার্লামেন্টারি ডেমোক্রেসি বলছি না। সরকার যদি ভালো হয়, একটা ভালো নির্বাচন হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে গ্রহণ করে। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে আমরা গণতন্ত্র নির্মাণ করতে পারি। সেজন্য এই সরকারকে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার। কতদিন লাগবে সংস্কার করতে? এটা বলছি না যে, ওরা ২০ বছর ধরে ক্ষমতায় থাকুক। কী কী করলে ভালো নির্বাচন হয় এটা ঠিক করুন। মাজারখানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই আলোচনা সভা হয়। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এই সভা আয়োজন করে বাংলাদেশ তরিকত পরিষদ। মাজারখানকায় হামলাকারীদের গুণ্ডা হিসেবে তুলে ধরে মাহমুদুর রহমান মান্না বলেন, মাজারে হামলা করা মানে তো গুণ্ডামি করা। এটা কোনো ভালো মানুষের কাজই না। আর গুণ্ডারা ভালো মানুষ হবে কোত্থেকে। মাজারখানকায় হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান তিনি।

সভায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, অধিকারের প্রশ্নে আমরা একসাথে থাকব, আমাদের লড়াই চলবে ফ্যাসিবাদ বিলুপ্ত না হওয়া পর্যন্ত এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকান কাসাভা চাষে পরিবেশে মারাত্মক ক্ষতি
পরবর্তী নিবন্ধবিদায় অঞ্জনা