কী করবেন ভেবে পাচ্ছিলেন না মা

খুলনায় দুই সন্তানকে হত্যা

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

খুলনার তেরখাদা উপজেলার দুই যমজ বোন হত্যার ঘটনায় তাদের মায়ের দিকেই আঙ্গুল তুলছে আইনশৃঙ্খলা বাহিনী। কানিজ ফাতেমা কণাকে প্রধান আসামি করে হত্যা মামলার পর গতকাল শনিবার সকালে তেরখাদা থানার এসআই এনামুল হক বলেন, পারিবারিক অশান্তির জেরে আড়াই মাস বয়সী যমজ দুই বোনকে মা শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে শুক্রবার সকালে মনি ও মুক্তার লাশ উদ্ধার করে পুলিশ। রাতে শিশুদের বাবা মাসুম বিল্লাহ হত্যা মামলা করেন।
মনি ও মুক্তার লাশ উদ্ধারের পর তাদের মা কণা, কণার বাবা শেখ খায়রুজ্জামান ও মা শরিফা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। শনিবার সকালে বাবা-মাকে ছেড়ে দিলেও কানিজ ফাতেমা কণাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তেরখাদা থানার ওসি জহুরুল আলম।

পূর্ববর্তী নিবন্ধঅস্বাভাবিক মৃত্যুর মিছিলে লাগাম ধরার এখনই সময়
পরবর্তী নিবন্ধআব্দুস সাত্তার ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ