কীর্তি কথা

মোহাম্মদ গিয়াসউদ্দিন

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

সবকিছু হয়ে যাবে শেষ

কোন না কোন একদিন

শুধু হবে না শেষ,

মানবতার কল্যাণে মানবের জন্য

যে বা যারা করে গেছে কিছু উত্তম কাজ

তাদের ধ্যান ও জ্ঞানের আলো দিয়ে

এ বিশ্ব লয়ে, ভালোবাসার পরম ছোঁয়ায়!

সময়ের বিবর্তনে সময়ের আবর্তনে

স্মৃতির পাতায় ভেসে উঠে তাঁরা

আমাদেরই হৃদয় আলয়ে

ভালোবাসায় সিক্ত হয়ে, কারণে অকারণে !

যতদিন রবে ধরা

যতদিন রবে গ্রহ নক্ষত্র তারা

ততদিন তাঁরা বিরাজমান রবে

আমাদেরই হৃদয় আলয়ে!

সবকিছু হয়ে যাবে শেষ

কেনো না কোনো একদিন

শুধু হবে না শেষ

তাঁদের আলোকিত কর্মের কীর্তি কথা।

পূর্ববর্তী নিবন্ধআত্মপ্রীতি
পরবর্তী নিবন্ধনষ্ট সময়