কীর্তিমানের মৃত্যু নেই

নাগরিক শোকসভায় ড. ইফতেখার

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত ২ মে জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে সাবেক অতিরিক্ত ডিআইজি মরহুম মাজহারুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মরহুম তসলিম উদ্দিন চৌধুরীর যৌথ নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, শফি বাঙালি, নাছির মাযহার, দিদারুল ইসলাম রিজভী, ডা. ফকরুল্লাহ, লোকমান আলী, সেলিম উল্লাহ চৌধুরী, নুরউদ্দিন চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, মোরশেদ টিপু প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুল মান্নান। প্রধান অতিথি বলেন, কীর্তিমানদের মৃত্যু নেই, তারা অমর। যারা দেশপ্রেমিক ও মানবতার সেবক তাদের মানুষ চিরদিন স্মরণে রাখে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, মরহুম মাজহারুল ইসলাম জীবিতকালে সততার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেন, মরহুম তসলিম উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে আজীবন হৃদয়ে ধারন করে প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন। তিনি গুণীজন ও আদর্শবাদী মানুষদের স্মরণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধসংগ্রাম ছাড়া শ্রমিক শ্রেণীর মুক্তি নেই