চসিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ইতিহাস সৃষ্টিতে চট্টগ্রামের ভূমিকা উপমহাদেশে অন্যতম। যেমন ইতিহাস সৃষ্টি করেছিল ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সূচনা করে এবং ১৯২১ সালে প্রথম অসহযোগ আন্দোলন শুরু করে চট্টগ্রাম। যে কারণে মহাত্মা গান্ধী নাগপুরের কংগ্রেস সম্মেলনে চট্টগ্রামের প্রশংসা করে বলেছিলেন চট্টগ্রাম সবারে আগে। নূর আহমদ চেয়ারম্যানও ছিলেন সেই প্রশংসার দাবিদার। আমরা এই মহান ব্যক্তিদের স্মরণ করি কিন্তু তাদের পথ অনুসরণ করি না। মহান ও কীর্তিমানদের পথ অনুসরণ করতে পারলেই আগামী দিনে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। এছাড়া চসিক যে নতুন ভবন নির্মাণ করতে যাচ্ছে সেখানকার একটি ফ্লোরে চট্টগ্রামের কীর্তিমানদের ও ইতিহাসের গৌরবগাঁথা অংশগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম করার পরিকল্পনা আছে।
তিনি গতকাল শনিবার সকালে আন্দরকিল্লাস্থ চসিকের পুরাতন ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চট্টগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যন মৌলভী নূর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে ও কঙ্কন দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন-মরহুমের দৌহিত্র অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, অধ্যাপক মাসুম চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বাগমনিরাম স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবু তালেব বেলাল। শুরুতে কোরআন তেলোয়াত করেন চসিক মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।