কি মায়াতে একক এ্যালবামে শরণ

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

শরণ বড়ুয়া চট্টগ্রামের সন্তান। মিউজিক সেক্টরে দীর্ঘ সময় পার করছেন তিনি। দীর্ঘ বিরতির পর তিনি আবার তার একক এ্যালবাম কি মায়াতে নিয়ে ফিরে আসছেন শ্রোতাদের মাঝে।

তার প্রথম এ্যালবামের কাজ চলমান। তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। আমার এ্যালবামের প্রতিটা গানে রয়েছে ভেরিয়েশন। সমপ্রতি তিনি ওয়ার্ল্ড ওয়াইড অডিও প্লাটফর্মে সাইনিং করেছেন। তার এ্যালবামে সহ শিল্পী হিসেবে কাজ করছেন স্বস্তিকা বড়ুয়া, স্বস্তকিা দাশ ও হৃদিতা মাইশা।

এ্যালবামের সকল গানের কম্পোজিশন ও মিউজিক ডিরেকশন দিয়েছেন সালমান জুবায়েদ। তানসেন এঙক্লুসিভ এর লেভেল থেকে শীঘ্রই একক এ্যালবামটি ইন্টারন্যাশনালি রিলিজ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবা জসিমের কবরেই চিরনিদ্রায় ছেলে রাতুল
পরবর্তী নিবন্ধচার দশকের উদযাপন এবার কানাডায়