কিয়েভ থেকে পালিয়ে ভারতে বিয়ের পিঁড়িতে

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

ইউক্রেইনের রাজধানী কিয়েভে গত মাসে যখন বৃষ্টির মতো বোমা পড়ছিল, সেসময় নিজের বাসায় তালা মেরে ভারতে পালিয়ে আসেন আনা হোরোদেৎস্কা, সঙ্গে নিয়ে আসেন কয়েকটি টিশার্ট আর একটি কফি মেশিন। ৩০ বছর বয়সী এ তরুণী গত ১৭ মার্চ দিল্লি বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান ৩৩ বছর বয়সী আইনজীবী অনুভব ভাসিন। ঢাকিদের মনোমুগ্ধকর সুরের মাঝে এ ভারতীয় যুবক হাঁটু গেড়ে দেন বিয়ের প্রস্তাব; সানন্দেই রাজি হন আনা, তৎক্ষণাৎ আঙুলে আংটিও জুড়ে যায়। রোববার ভারতের রাজধানীতে জমকালো এক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন এই যুগল; আইনি বৈধতা পেতে চলতি মাসের শেষের দিকে আদালতে বিয়ে নিবন্ধনের পরিকল্পনাও তারা চূড়ান্ত করেছেন, জানিয়েছে বিবিসি।
বোমার হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা আনার সঙ্গে অনুভবের পরিচয় হয় তিন বছর আগে। শেষ এক বছর ধরে তারা চুটিয়ে প্রেমও করেছেন। আনা একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। ২০১৯ সালে তিনি যখন ভারতে আসেন তখন একটি বারে অনুভবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। এরপর দুজন ফোন নম্বর বিনিময় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ শুরু করেন। খবর বিডিনিউজের।
২০২০ সালে আনা তার এক বান্ধবীর সঙ্গে ভারতে এলে অনুভব তাদের আগ্রার তাজমহল ও রাজস্থানের মরুভূমিতে ঘুরতে নিয়ে যান। সেসময় মহামারীর কারণে ভারতে হঠাৎ লকডাউন জারি হলে, অনুভব দুজনকেই দিল্লিতে তার পরিবারের সঙ্গে থাকতে আমন্ত্রণ জানান। অনুভব বলেন, সেই সময়টাতে আমরা খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরকে পছন্দ করি। অল্প সময়ের ভালো লাগার চেয়ে সেটি ছিল বেশি কিছু। ও কিইভে ফেরার পরও প্রতিদিন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রেখেছি আমরা। এর পর ফের দুজনের দেখা হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দুবাইয়ে। ওই সাক্ষাৎই তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে পার্টি : ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন ও চ্যান্সেলরকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিদেশি ঋণ শোধ করা সম্ভব নয়