চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী কিষোয়ান স্পোর্টিং ক্লাব এবং ঐতিহব্যাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের গুরুত্বপূর্ণ খেলাটি ১–১ গোলে ড্র হয়েছে। গতকাল ছুটির দিনে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধ গোলশূন্য অমীমাংসিত থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় মোহামেডান ব্লুজ। কিন্তু এ গোলের পরই শুরু হয় বিতর্ক। কিষোয়ান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা গোলটি নিশ্চিত অফসাইড থেকে হয়েছে বলে দাবী করে খেলা থেকে বিরত থাকেন। তারা রেফারির কাছে এ নিয়ে প্রতিবাদ করতে থাকলে পরে তাদের কর্মকর্তারাও তাতে যোগ দেন। কিন্তু রেফারি পলাশ দে সহকারি রেফারীর সাথে কথা বলে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এ নিয়ে খেলা ১৫ মিনিট বন্ধ থাকার পর সিজেকেএস–সিডিএফএ কর্মকর্তাদের হস্তক্ষেপে কিষোয়ান দল খেলায় আবার ফিরে আসে। মাঠে ফিরেই যোগ করা সময়ে কিষোয়ান গোল শোধ করে দিতে সমর্থ হয়। মোহামেডান ব্লুজের দু’একজন কর্মকর্তাও লস্ট টাইম নিয়ে এ সময় প্রতিবাদমুখর হয়ে উঠেন। কিন্তু এ নিয়ে পরে আর সমস্যা হয়নি। ড্রতে দুই দলের খেলা শেষ হয়। তবে খেলার রেফারিরা মাঠ থেকে মেইন গেট দিয়ে যথারীতি ফিরতে পারেননি। তারা হেলিপ্যাড প্রান্তের গেইট দিয়ে বের হয়ে তাঁদের কার্যালয়ে যাওয়ার সময় দক্ষিণ পশ্চিম গ্যালারির দিকে হামলার শিকার হন বলে জানিয়েছেন ৪র্থ রেফারি সাইফুল্লাহ মুনির। প্রথমে কিষোয়ান এবং পরে মোহামেডান ব্লুজের সমর্থকরা এ কান্ড ঘটান বলে তিনি দাবি করেন।
গতকাল দু’দলের খেলাটি শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে। তবে খেলার প্রথমার্ধে বেশিরভাগ সুযোগ পেয়েছিল মোহামেডান ব্লুজ। যদিও সুযোগগুলো নষ্টই হয়েছে। মোহামেডানের সাইমনের হেড অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন কিষোয়ান কিপার শামীম। নিশ্চিত গোল ছিল এটি। এরপর কিষোয়ানের সাজ্জাদেরও একটি প্লেসিং শট ঠেকিয়ে দেন ব্লুজ কিপার মিনহাজ। অমীমাংসিতভাবে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে খেলার ৭৫ মিনিটের সময় গোল করে বসে মোহামেডান ব্লুজ। নাসিরউদ্দিন চৌধুরীর হেড জালে ঢোকার পর পরই প্রতিবাদ মুখর হয়ে উঠে কিষোয়ান খেলোয়াড়রা। তারা এটাকে অফসাইড দাবি করেন। এ নিয়ে ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হলে এক গোলে পিছিয়ে পড়া কিষোয়ান ঝাঁপিয়ে পড়ে মোহামেডান ব্লুজের গোলমুখে। পরাজয়ের শংকা যখন তাদের সামনে
যোগ করা সময়ের শেষ দিকে কর্নার লাভ করে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। দলের শাহেদুল আলমের কর্নার থেকে জটলার সৃষ্টি হয় মোহামেডান ব্লুজের গোলমুখে। সেখান থেকে রবিউল ইসলামের শট জাল খুঁজে নিলে উল্লাসে ফেটে পড়ে কিষোয়ান সমর্থকরা (১–১)। এ গোলের কিছু পর আক্রমণে থাকা কিষোয়ান আবারো সুযোগ পায়। বদলি খেলোয়াড় প্রেন চং ম্রোর দুর্দান্ত শটটি লক্ষ্যভেদী হলে জয় নিয়েই ফিরে যেতে পারতো তারা। কিন্তু তা হয়নি। মাঠের বাইরে চলে যায় ম্রোর শট। তাই কিষোয়ানকেও ড্র মেনেই মাঠ ছাড়তে হয়। দু’দলের এ ড্রয়ের ফলে লাভ হলো শিরোপা দৌড়ে থাকা মাদারবাড়ি উদয়ন সংঘের। কিয়োয়ান–উদয়নের পয়েন্ট ব্যবধান কিছুটা কমেছে। ৭ খেলা শেষে উদয়নের পয়েন্ট ১৩। সমান খেলায় কিষোয়ানের পয়েন্ট ১৫। দু’দলেরই দুটি করে খেলা বাকি আছে। মোহামেডান ব্লুজের পয়েন্ট ৭ খেলা শেষে ৮।
গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রবিউল ইসলাম। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. ওমর ফারুক ।
প্রিমিয়ার লিগে আজ শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পরস্পরের মোকাবেলা করবে। বিকাল ৩টায় এ খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।