প্রিমিয়ার ফুটবল লিগের নবাগত দল কিষোয়ান স্পোর্টিং ক্লাব যেন অপ্রতিরোধ্য গতিতেই ছুটে চলছে। কেউ থামাতে পারছেনা তাদের। গতকাল এবারের লিগে এ পর্যন্ত দুই অপরাজিত দল কিষোয়ান স্পোর্টিং ক্লাব এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব মুখোমুখি হয়েছিল। দুই অপরাজিত দলের এই লড়াইয়ে জয় তুলে নিয়েছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত দুই গোলে কোয়ালিটিকে হারিয়ে লিগে নিজেদের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কিষোয়ান । গতকালের ২–০ গোলের জয়ের ফলে টানা চার ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার সবার শীর্ষে কিষোয়ান। অপরদিকে আগের তিন ম্যাচে অপরাজিত থাকা কোয়ালিটি পারলনা অজেয় থাকতে। যদিও গতকালের পুরো ম্যাচে কোয়ালিটিরই আধিপত্য ছিল। কিন্তু শেষটা রাঙাতে পারলনা তারা। একাধিক গোলের সুযোগ মিস করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হলো কোয়ালিটিকে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট ছিল কোয়ালিটির। ৪ মিনিটের মাথায় একেবারে সহজ একটি সুযোগও নষ্ট করে দলটি। কিষোয়ানের ডি বঙের বাইরে থেকে আরিফ বল বাড়িয়েছিলেন রিয়াদের উদ্দেশ্যে। দ্রুত গতিতে গিয়ে সে বল ধরেছিলেন রিয়াদ। সামনে অসহায় গোল রক্ষক। কিন্তু তার গায়ে মেরে দিয়ে সে সুযোগ নষ্ট করেন রিয়াদ। প্রথমার্ধে বলতে গেলে বল দখলে বেশিরভাগ সময় এগিয়েছিল কোয়ালিটিই। কিন্তু সুযোগ সৃষ্টি করতে পারেনি। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও মাঠে কোয়ালিটির দাপট। এবারেও দারুন একটি সুযোগ পেয়েছিল এই অর্ধের শুরুতে। কিষোয়ান ডি বঙের বাইরে থেকে মাইনাস করেছিলেন রাসেল। দারুন এক সাইডভলীও নিয়েছিলেন শাকিল। কিন্তু অসাধারন দক্ষতায় কর্নারের বিনিময়ে সে যাত্রায় কিষোয়ানকে রক্ষা করেন গোল রক্ষক। এরপর শুরু কিষোয়ানের ভেল্কি। ২৯ মিনিটে এগিয়ে যায় দলটি। ডান প্রান্ত থেকে সাগরের কর্নার। উড়ে আসা বলে দুর্দান্ত হেড আবিরের। বল জড়ায় জালে। উল্লাসে মাতে কিষোয়ান শিবির। দুই মিনিট পর আবার গোল কিষোয়ানের। এবার ডি বঙের মাথা থেকে বামদিকে বল বাড়ান সাহেদ। বঙে ফাঁকায় থাকা সিরাজ দারুন এক কোনাকোনি শটে জল জালে জড়িয়ে ২–০ গোলে এগিয়ে দেন কিষোয়ানকে। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। কোয়ালিটি বার দুয়েক হামলা দিলেও টলাতে পারেনি কিষোয়ান রক্ষনকে। ফলে লিগে প্রথম পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় কোয়ালিটিকে। অপরদিকে টানা চার ম্যাচে জিতে শিরোপার দিকে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের আবিদ হাসান আবির । তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ। আজকের দিনের একমাত্র ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং কাস্টমস এস.সি.পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি শুরু হবে বিকেল সোয়া তিনটায়।