অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্স সরকার কিশোর বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে। খবর বিডিনিউজের।
ফরাসি সংবাদপত্র লা মদঁ–এর বরাত দিয়ে রয়টার্স লিখেছে, এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হাই স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। শিশুদের ওপর ইন্টারনেটের ক্ষতিকর প্রভাব নিয়ে জনমনে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে ফ্রান্স এ পরিকল্পনা করছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তরুণদের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ার জন্য প্রায়ই সামাজিক মাধ্যমকে দায়ী করে থাকেন।
ফ্রান্স এ বিষয়ে অস্ট্রেলিয়াকে অনুসরণ করতে চায় বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেইসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মত প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করেছে। ফরাসি সংবাদমাধ্যম লা মদঁ ও ফ্রান্স ইনফোর প্রতিবেদন বলছে, এ বিষয়ে একটি আইন করার জন্য জানুয়ারির শুরুর দিকেই খসড়া জমা দেবে সরকার। নতুন বছরের প্রাক্কালে দেওয়া ভাষণে নতুন আইনের বিষয়ে সরাসরি কিছু বলেননি মাক্রোঁ।










