সীতাকুণ্ডে কিশোর বন্দিবাহী এক বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ২ টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানজট সৃষ্টি হয়। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মো. আলমগীর বলেন, চট্টগ্রাম কারাগার থেকে বিভিন্ন বয়সের ২৩ জন কিশোর অপরাধীকে মারসা পরিবহনের একটি বাসে করে গাজীপুরের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটি ফৌজদারহাট বাইপাস এলাকা অতিক্রমকালে লিংক রোড থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে ঢাকামুখী ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি বাসে থাকা পুলিশসহ ৭ জন গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিক আহতদের নাম–পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ২৩ কিশোর বন্দিকে গাজীপুর নেওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে বন্দিদের কেউ আহত হয়নি।
বার আউলিয়া থানা হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম কারাগার থেকে কিশোর অপরাধীকে একটি বাসে করে গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাচ্ছিল পুলিশ। ফৌজদারহাট বাইপাস সড়ক অতিক্রম করার সময় লিংকরোড থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে গাড়িটির চালক পালিয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস সড়কে উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের রেকার এসে মহাসড়ক থেকে দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানজট সৃষ্টি হয়।












