কিশোর ফুটবল লিগ আজ থেকে শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগ আজ ২১ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় কিশোর লিগের উদ্বোধনী খেলায় অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আলোর ঠিকানা।

লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। মোট ১১টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের কিশোর লিগে অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিপিটির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধশফিক বীরত্বে ইতিহাস গড়া জয় পাকিস্তানের