চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত কিশোর (অনূর্ধ্ব–১৫) ফুটবল লিগ মাঠে গড়াতে যাচ্ছে শীঘ্রই। এবারের লিগে ৯টি দল অংশ গ্রহন করছে। এই ৯টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়। যার মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে মাদারবাড়ি শোভানীয়া ক্লাব, চাঁন্দগাও এস সি, রিজেন্সী এস সি এবং আগ্রাবাদ কমরেড ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে আবদুস সোবহান ফুটবল দল, আলোর ঠিকানা, সন্দীপ উপজেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রেলওয়ে এস এ এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। লিগে অংশ গ্রহনকারী দল সমুহের খেলোয়াড় বাছাই কার্যক্রম ৬ আগষ্ট থেকে ৮ আগষ্ট বিকেল ৩.৩০টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এই লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্ম ১ আগস্ট ২০০৮ এর পরে এবং ৩১ জুলাই ২০২৩ এর মধ্যে হতে হবে। তবে যাদের বয়স ১২ বছরের কম সে সব খেলোয়াড় এই লিগে অংশগ্রহণ করতে পারবে না। কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গত সোমবার সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি সৈয়দ মো. শহীদুল ইসলাম। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, নির্বাহি সদস্য কাজী জসিম উদ্দিন সহ অংশগ্রহণকারী ৯ টি দলের প্রতিনিধিবৃন্দ।