চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এলিট পেইন্ট-রাবেয়া সিরাজ স্মৃতি (অনূর্ধ্ব-১৫) কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই কার্যক্রমের সময় বর্ধিত করে আগামী ২৪ জুন বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত করা হয়েছে। একই দিন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ডাক্তারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত লিগে অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের যথাসময়ে উপস্থিত হয়ে খেলোয়াড় বাছাই এবং ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।