কিশোর ফুটবলের ফাইনালে শোভনীয়া-নওজোয়ান গ্রীন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগের ফাইনালে অংশ নেবে গতবারের রানার্স আপ মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন। গতকাল শনিবার সুপার থ্রি পর্বের তৃতীয় এবং শেষ খেলায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ২-০ গোলে আলোর ঠিকানাকে পরাজিত করে। এ জয়ে দুই খেলা শেষে শোভনীয়ার পয়েন্ট হয়েছে সর্বোচ্চ ৬। আগ্রাবাদ নওজোয়ান গ্রীন দুই খেলা শেষে ৩ পয়েন্ট পেয়েছে। গতবারের চ্যাম্পিয়ন আলোর ঠিকানা দুই খেলা হেরে কোন পয়েন্ট পায়নি। এ হারের ফলে গতবারের চ্যাম্পিয়ন আলোর ঠিকানা বিদায় নিল। ফলে শীর্ষ দুই দল মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ফাইনালে অবতীর্ন হবে।
গতকাল শনিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার থ্রি’র শেষ খেলায় গতবারের চ্যাম্পিয়ন-রানার্স আপ দল যথাক্রমে আলোর ঠিকানা এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাব সমান প্রতিদ্বন্দ্বিতা করে খেলতে থাকে। খেলার ১৭ মিনিটে এগিয়ে যেতে সমর্থ হয় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এ সময় তারা আক্রমনে উঠে পৌঁছে যায় আলোর ঠিকানার বঙে। সেখানে কয়েক পা ঘুরে বল আসে শোভনীয়ার ইমন হোসেনের পায়ে। ইমন বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন (১-০)। এক গোলে এগিয়ে থাকা অবস্থায় এ অর্ধের মাঝ পথে তুমুল বৃষ্টি হতে থাকে। বৃষ্টি ভেজা পিচ্ছিল মাঠে দু’দলকেই বেশ পরিশ্রম করে খেলতে হয়। বল আয়ত্বে নিতেই মাঠে স্লিপ করে পড়ে যাচ্ছিলেন অধিকাংশ খেলোয়াড়। এগিয়ে যাওয়ার কিছু পরে আলোর ঠিকানা গোল শোধ করার একটা সুযোগ পায়। দলের আবদুর রহিম শোভনীয়া কিপারের হাতে মেরে দিলে সে সুযোগ নষ্ট হয়। এক গোলে এগিয়ে থেকে খেলার বিরতিতে যায় শোভনীয়া। দ্বিতীয়ার্ধেও বৃষ্টি ভেজা ভারী মাঠে খেলোয়াড়দের খেলতে বেশ কষ্ট হয়। তবে আক্রমন প্রতি আক্রমনে থাকে দু’দলই। গোলের সুযোগও নষ্ট করে উভয় দল। এ অর্ধের শুরুতেই শোভনীয়ার আপন দাশের শট বারে লাগে। কিছু পরেই আলোর ঠিকানার সাকিব ওসমান ওপেন নেট মিস করেন। পরে শোভনীয়ায় আপন দাশ আরো একটি সুযোগ নষ্ট করেন। খেলার শেষ দিকে ২৯ মিনিটের সময় আবার গোল পায় শোভনীয়া ক্লাব। শহীদুল আলমের কর্ণার থেকে মিসকাতুল ইসলাম দারুন হেডে বল জালে দেন (২-০)। দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আলোর ঠিকানা দলের আর কিছু করার ছিল না। শেষ বাঁশী বাজার পর ফাইনালে যাওয়ার উল্লাসে মেতে উঠে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এর আগে সুপার থ্রি পর্বের প্রথম খেলায় নওজোয়ান গ্রীন ২-১ গোলে চ্যাম্পিয়ন আলোর ঠিকানাকে পরাজিত করেছিল। আগামী ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ফাইনাল খেলায় অংশ নেবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৩ সেপ্টেম্বর নেপাল যাচ্ছেন তামিম
পরবর্তী নিবন্ধগুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ