কিশোর ফুটবলারদের সংবর্ধিত করল মাদারবাড়ি শোভনীয়া ক্লাব

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

সম্প্রতি চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল কিশোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কিশোর ফুটবল লিগে টানা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ান হওয়া মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের খেলোয়াড়দের জন্যা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সভাপত্বি মোহাম্মদ শাহআলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোশাররফ হোসেন লিটন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মশিউল আলম স্বপন, হাসান মুরাদ বিপ্লব, অনুপ বিশ্বাস, মোহাম্মদ সোলায়মান এবং সিজেকেএস কাউন্সিল ও খেলোয়াড় সমিতি সাধারণ সম্পাদক হাসান মুরাদ সহ সমিতি কর্মকর্তা যথাক্রমে মো. আলমগীর, ইকবাল হোসেন, রাশেদ খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে সমীহের চোখে দেখছে ফিঞ্চ
পরবর্তী নিবন্ধআর্টিস্টিক জিমন্যাস্টিক্সে বাংলাদেশ তৃতীয়