কিশোর গ্যাং নিয়ে সিনেমা ‘রেড কয়েন’ প্রদর্শিত

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গতকাল ‘রেড কয়েন’ সিনেমা প্রদর্শিত হয়েছে। বিকেল ৩টায় প্রথম প্রদর্শনী, ৫টায় ২য় প্রদর্শনী ও সন্ধ্যা ৭টায় তৃতীয় প্রদর্শনী শুরু হয়। সিনেমাটিতে কিশোর গ্যাং এর ভীতিকর তৎপরতা, সমাজ প্রগতিতে এর চরম নেতিবাচক প্রভাব এবং সমাধানে যুক্তিপূর্ণ দিকনির্দেশনা রয়েছে। কীভাবে বড় ভাইদের আশ্রয়প্রশ্রয়ে কিশোররা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের বিভিন্ন অনিয়ম, আতংক, পেশা হারিয়ে যাওয়ার গল্প ও অস্থিরতা নিয়ে সিনেমা ‘রেড কয়েন’ নির্মাণ করা হয়েছে। এতে চট্টগ্রামের থিয়েটার অঙ্গনের সিনিয়র আর্টিস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনয় করেন।

কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মো. দিদারুল আলম, পরিচালক অনির্বাণ করিম, প্রযোজনায় আ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু ও কারিগরী সহযোগিতায় ছিলেন মো. মনিরুজ্জামান মনির। সিনেমা দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। স্কুল, কলেজ, নাট্যকর্মী, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ ‘রেড কয়েন’ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, এই ধরনের সচেতনমূলক সিনেমা বেশি বেশি নির্মাণ করা উচিৎ যাতে সবশ্রেণির লোকজন দেখতে পারে। তাদের মতে, সিনেমার ড্রোন শট, বিভন্ন লোকেশন, কালার ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল খুবই উপভোগ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাতিল হতে পারে নিপুণের শিল্পী সমিতির সদস্য পদ
পরবর্তী নিবন্ধ‘মহাগুরু’ এবার আইনজীবী?