পত্রিকা বা মিডিয়ার বদৌলতে কিশোর গ্যাং সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এলাকাভিত্তিক কিশোর গ্যাং এর হদিস পাওয়া যাবে না এমনটা ভাবাই যেন কঠিন হয়ে পড়েছে আজকের সময়ে। সমাজের এলিট শ্রেণির সন্তান হতে শুরু করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সন্তানরাও এ গ্যাংগুলোর সক্রিয় সদস্য। জুয়া, মাদক, ছিনতাই, গ্যাং ওয়্যার, দখলদারিত্ব, ইভটিজিং এমন কোন খারাপ কাজ নেই যা এদের দ্বারা সংঘটিত হয় না। কিন্তু যাদের ছত্রছায়ায় এই কিশোররা মতিভ্রষ্ট হচ্ছে সেই তথাকথিত বড় ভাইরা রয়ে যায় আড়ালে। নোংরা রাজনীতি, ধর্মীয় জ্ঞানের অভাব, পারিবারিক অনুশাসনের অভাব, বিদ্যালয়ে শিক্ষকদের শাসনের অধিকার না থাকা, ইন্টারনেটের অযাচিত ব্যবহারসহ নানাবিধ কারণে কোমলমতি ছেলেরা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং কালচারে। তবে এক্ষেত্রে কথিত বড় ভাইদের ভূমিকা সবচেয়ে বেশি আর এ বড় ভাইদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার কোন কার্যকর ভূমিকা খুব একটা চোখে পড়ে না। এতে জনমনে প্রশ্ন জাগে তবে কি বড় ভাইয়েরা আইনের উর্ধ্বে? আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ কিশোর গ্যাং রুখতে এলাকাভিত্তিক বড় ভাইদের তালিকা তৈরি করে দু্রত বিচারের আওতায় এনে আমাদের সন্তানদের কিশোর গ্যাং কালচার এর মরণ ছোবল হতে রক্ষা করুন।
মাহবুবুর রশিদ
ঈদগাঁ, কাঁচারাস্তা, চট্টগ্রাম।