সম্প্রতি বাংলাদেশের সমাজে নতুন সংকটের নাম কিশোর গ্যাং। দেশে নানা ধরনের অপরাধে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। একে অপরের ক্ষমতা প্রদর্শন করতে কয়েকজন কিশোর মিলে পাড়া বা মহল্লায় বিভিন্ন নামে বাহিনী গড়ে তুলছে। সাধারণত নিজ এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখলে সহায়তা, মাদক ব্যবসা, সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্ত করা ইত্যাদি ভয়ংকর কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে। ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অপরাধ কর্মকাণ্ড অনুকরণ, বিচারহীনতার সংস্কৃতি, রাজনীতিবিদদের আশ্রয় প্রশ্রয় ইত্যাদি কারণে এসব গ্যাং দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। বিশেষ করে শহর এলাকায় মানুষের নিরাপদ বসবাসের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে। কিশোর গ্যাং দমনে পারিবারিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এছাড়াও শিশু – কিশোররা যাতে অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত না হয় তাদেরকে শিক্ষামূলক কর্মকাণ্ড, বিনোদনের সুযোগ, এবং বই পড়তে উৎসাহ প্রদান করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে সমাজের আলেম ও বিজ্ঞ ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছি।
শিফা চৌধুরী
নওয়াজিশ খান চৌধুরী বাড়ি, চট্টগ্রাম।










