কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় টুটু পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃতরা হলেন মামুন, এমরান হোসেন বাবলু, রুবেল হোসেন ও বাদশা। সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেটের বিপরীত পাশে মোরশেদ নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘরের ভেতর অবস্থানরত কিশোর গ্যাঙের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে সাত জনের মৃত্যু চট্টগ্রামে আক্রান্ত ৩০
পরবর্তী নিবন্ধআত্মহত্যার প্ররোচনায় হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার