কিশোর কুমারের গান গাইলেন আসিফ

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। ওই টাইটেল ট্র্যাক দিয়েই রাতারাতি পরিচিতি পান তিনি। ইদানীং পুরোনো দিনের গানের কাভারে মনোযোগী হয়েছেন। সে ধারাবাহিকতায় এবার আসিফ গাইলেন কিশোর কুমারের একটি হিন্দি গান। গতকাল বৃহস্পতিবার আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শৈশব কৈশোরে কুমিল্লায় পূজায় খুব আনন্দ করতাম। উৎসবমুখর শহরে ছিল শুধুই ভালোবাসাবাসি। সামাজিকতা ছিল সমাজের অহংকার। শহরময় বাজত লাউড স্পিকারে, যেকোনো গানই ভালো লাগত। আকাশবাণী আগরতলা আর রেডিও শিলংয়ের কল্যাণে ভারতীয় সমৃদ্ধ মিউজিক শুনতেন ঘরের মানুষজন। সে সবের প্রভাব ছিল মারাত্মক।

পূর্ববর্তী নিবন্ধ‘দ্য লক্ষণ দাস সার্কাস’ আসছে ২১ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধফিরছে হাতে আঁকা পোস্টার