কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মমতার কৈশোর কর্মসূচি

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে গত বুধবার নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, পরিচালক তৌহিদ আহমেদ। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত কর্মসূচির দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, সংশ্লিষ্ট কর্মসূচির ফোকাল পারসনসহ কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রশিক্ষণে নগরীর ১৭টি কিশোর-কিশোরী ক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এতে জীবনে নানাবিধ সমস্যা ও কিশোর-কিশোরীদের ওপর প্রভাব, সৃজনশীল চিন্তা, নেতৃত্বের বিকাশ, সমালোচনা ও বিশ্লেষণ করার ক্ষমতা, ইভ টিজিং, বাল্য বিবাহ, ইন্টারনেট আসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে কিশোর-কিশোরীদের ভূমিকা, অপরাধপ্রবণতা থেকে দূরে থাকার উপায়, জীবন দক্ষতা উন্নয়নের বিভিন্ন উপায়সমূহ, সুন্দর জীবনযাপনে শিক্ষা, স্বাস্থ্য সম্মত জীবনযাপন ও সুস্থ সংস্কৃতির প্রয়োজনীয়তা বিষয়ে সেশন পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশর্টসার্কিটের আগুন পুড়ল চার ব্যবসা প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধমুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন