মহানগরীর কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে জীবন দক্ষতা উন্নয়নে মমতার কৈশোর কর্মসূচির আয়োজিত প্রশিক্ষণ সম্প্রতি মমতা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত কর্মসূচির দিনব্যাপী প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয় আলোকপাত করা হয়।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের নির্দেশনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার। প্রশিক্ষণের সমাপনী সেশনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন মমতার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুর মাসুদ।
সমাপনীতে কিশোর-কিশোরীরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করে। প্রশিক্ষণে মহানগরীর ৭টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশ নেয়। এতে ফ্যাসিলেটর ছিলেন মমতা পরিচালিত ‘নির্যাতন থেকে শিশুদের সুরক্ষা’ প্রকল্পের সমাজকর্মীগণ। উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক ও কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসারগণ। প্রেস বিজ্ঞপ্তি।