কবি গোলাম মোস্তফার বিখ্যাত উক্তি ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে’। আজকের শিশু-কিশোর একদিন দেশের হাল ধরবে। তাই জাতির উন্নয়ন ত্বরান্বিত অথবা জাতির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য নতুন প্রজন্মের বিশেষ যত্ন নেওয়া জরুরি। কিন্তু আমাদের দেশের বেশ কিছু তরুণ মাদকাসক্ত, চুরি-ডাকাতি, খুন-খারাবি, ধর্ষণের মত ঘৃণ্য অপরাধে জড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক অবক্ষয় বিপজ্জনক পর্যায়ে বলা যেতে পারে।
নতুন প্রজন্মের মনস্তাত্ত্বিক জগত কি রুপ হবে তা অনেকটায় নির্ভর করে সামাজিক কাঠামোর উপর। প্রাথামিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়ে শিক্ষার্থীদের বিবেকবোধ জাগিয়ে তুলতে সক্ষম এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। যাতে তারা ভালো মন্দ পার্থক্য করতে পারে।
বলাহয় এক প্রজম্ম দেশে আর্থিক, সামাজিক বিপ্লব ঘটাতে পারে। তেমনি এক প্রজন্মই দেশকে পিছিয়ে দিতে পারে। শিশু-কিশোরদের সোনালি ভবিষ্যৎ তথা দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে পরিচর্যা করার জন্য সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
ইমরান হোসেন
বিএএফ শাহীন কলেজ, চট্রগ্রাম