কিশোরীকে নিয়ে উধাও হওয়া সেই যুবক গ্রেপ্তার, মেয়ে উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং কিশোরীটিকে উদ্ধার দাবিতে দীর্ঘদিন ধরে থানার ধারে ধারে ঘুরছিলেন এক পিতা। কিন্তু বিষয়টি আপোষ করে নিতে থানা পুলিশ ও প্রভাবশালী মহল তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ তুলেন তিনি। এই নিয়ে থানার ওসির বিরুদ্ধে একটি মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন ওই কিশোরীর পিতা। এরপর ওসিকে প্রত্যাহার করে নিলে বিষয়টি রাঙ্গুনিয়াজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়।

অবশেষে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইফতেখার হোসেন কাজল (২৪)। সে উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের হাফেজপাড়া এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে। গতকাল বুধবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইফতেখার হোসেন কাজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারা অনুযায়ী মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ভিকটিম ১৩ বছরের কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরামু উপজেলা ছাত্রদল আহ্বায়কের পদত্যাগ
পরবর্তী নিবন্ধভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান করিমের বাঁশখালীর ৪ তলা বাড়ি ক্রোকের নির্দেশ