নগরীর মোগলটুলী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সৎ বাবা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের গুলপাশা এলাকার মৃত আরজু মিয়া প্রকাশ আরচ মিয়ার ছেলে মো. মজিদ। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। এ সময় মজিদ কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আদালত কক্ষে ছিলেন। তিনি বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বয়স ছিল ১৬ বছর। মা মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন। আসামি মো. মজিদ ভিকটিমের সৎ পিতা। আসামি পেশায় ড্রাইভার। মাসহ সৎ পিতার সাথে একই বাসায় থাকতেন। ধর্ষণ করার পর ঘটনাটি কাউকে না বলার জন্য আসামি হুমকি দিয়ে বলেন, ঘটনাটি কাউকে প্রকাশ করলে তাদের মা–মেয়েকে খুন করা হবে। এই রায়ে আমরা সন্তুষ্ট।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ জুন সদরঘাট থানায় ভিকটিম কিশোরী মামলাটি দায়ের করেন। এজাহারে বলেন, নানা সময়ে সৎ বাবা তাকে কুপ্রস্তাব দিত। নিষেধ করলে ভয় দেখাত। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৯ ডিসেম্বর একা পেয়ে তাকে ধর্ষণ করেন। এমন অনেকবার হয়েছে। একপর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে।
তদন্ত শেষে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর মজিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। পরের বছরের ১৯ ফেব্রুয়ারি চার্জগঠন করে তার বিরুদ্ধে বিচার শুরু করেনন বিচারক।