জোরারগঞ্জের সোনা পাহাড় এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাতুড়া এলাকার সুনাম উদ্দিনেরর ছেলে মো. মিশু ও ব্রাক্ষণবাড়িয়ার নাসিমনগরের কুনদা বড়বাড়ীর মো. আলীর ছেলে মো. হৃদয়। রায় ঘোষণার সময় দুই যুবক কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০২০ সালের ২৭ অক্টোবর ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে বিচার শুরুর করেন বিচারক।