১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নগরীর রৌফাবাদ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ জসিম (৫০) ও সাকিল আহম্মদ মুন্না (২০)। বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও ও হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গত রোববার রাতে রৌফাবাদ এলাকায় ওয়ালটন শোরুমের বিপরীতে নিজ বাসার সামনে থেকে ১২ বছর বয়সী ওই কিশোরীকে ফুঁসলিয়ে জসিম পার্শ্ববর্তী নুরু মিয়ার বাড়িতে নিয়ে যায়।
ওই বাসায় আগে থেকে অবস্থান করা মুন্নার সহযোগিতায় জসিম রাতের বেলা ওই কিশোরীকে ধর্ষণ করে। মুন্নাও কয়েকদফা ধর্ষণ করে। কিশোরীটি ভয়ে প্রথমে ঘরের কাউকে কিছু না বললেও মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনা খুলে বলে। তিনি জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা হওয়ার পর নগরীর চান্দগাঁও থেকে জসিম এবং হালিশহর থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়।












