কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. আবদুল হালিম নামের এক মাদরাসা সুপারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেন।
মো. আবদুল হালিম উপজেলার চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার। রবিবার (২৭ এপ্রিল) মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (২৭ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা ছিলো।
চকদিগা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আবদুল হালিম দায়িত্বে না থাকলেও পরীক্ষা চলাকালে তিনি কেন্দ্রে গিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠানোর চেষ্টা করেন। ওই সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আবদুল হালিমকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত মাদরাসা সুপার মো. আবদুল হালিমকে কারাগারে পাঠানো হয়েছে।