কিরাতুল কোরআন মডার্ন হিফজ মাদ্রাসার যুগপূর্তি ও প্রাক্তন ছাত্রদের সমাবর্তন

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ক্বিরাতুল কোরআন মডার্ণ হিফজ মাদ্রাসার যুগপূর্তি স্মারক হুফফাজ কন্ঠ মোড়ক উন্মোচন ও সদ্য হিফজ সবক সম্পন্ন করা শিক্ষার্থীদের পাগড়ি ও প্রাক্তন শতাধিক হাফেজ কুরআনের বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠান ৫ নভেম্বর নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে ও মাওলানা আনিছুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রধান অতিথি ছিলেন, দারুল মা’রিফ আল ইসলামিয়ার পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল, প্রধান আলোচক ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, চট্টগ্রাম মহানগর আদালত পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন জিয়া, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ জুনাইদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সেক্রেটারি হাফেজ মাওলানা জামালুদ্দিন তাওহীদ, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুল আলম মিল্টন, সাংবাদিক ইলিয়াস রিপন, সাংবাদিক মাসুদ পারভেজ। বক্তব্য রাখেন মানারুল হুদা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা নুরুল্লাহ সাঈদ মাদানী, হাফেজ মাওলানা হারুন বিন রশিদ, হাফেজ মাওলানা মুহাম্মদ এনামুল হক, হাফেজ মাওলানা মনজুরুল আলম, মাওলানা মুহাম্মদ সোলাইমান, মাওলানা মুহাম্মদ মনছুর, হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিন, হাফেজ মাওলানা ওবায়দুল করিম, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন, হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, হাফেজ মুহাম্মদ জাবেদ হোসাইন সহ অন্যান্য অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে দেশ পুরানো কাঠামোতে ফিরে যাবে
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় আইআইইউসি ভিসির ইউআইটিএম পরিদর্শন