কিরণের হাতেই থাকলো বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের দায়িত্ব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্বে এসেছে পরিবর্তন। ২৬ অক্টোবর নির্বাচনে বাফুফে সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। কমিটিতে এসেছে আরো নতুন মুখ। গতকাল শনিবার বাফুফে ভবনে নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা আয়োজিত হয়েছে। আগের মতো এবারও নারী উইংয়ের চেয়ারম্যান বানানো হয়েছে মাহফুজা আক্তার কিরণকে। সালাউদ্দিন সভাপতি থাকাকালেও তিনি এই পদে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখন নারী ফুটবল। পুরুষ ফুটবলের হতাশার মধ্যে সাফল্যে ভাসছেন সাবিনাতহুরারা। যদিও আরও অনেক উন্নতি করার সুযোগ আছে নারী ফুটবলে। লিগ নিয়ে রয়েছে নানান অভিযোগ। নারী ফুটবল নিয়ে অভিযোগগুলো সমাধান করতে পারলে আশা করা যায় বাংলাদেশ এক্ষেত্রে আরো এগিয়ে যেতে সক্ষম হবে। বাফুফের নতুন কমিটিও এমনটাই ভাবছেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সাঁতারে রোমানার ঝলক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বিপক্ষে বরিশালের ৭ উইকেটে ২৩৬ রান