কিম সৈন্যদের বলেছেন দক্ষিণ ‘শত্রু, বিদেশি’ দেশ

| শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

কিম জং উন নিজ দেশের সৈন্যদের বলেছেন, দক্ষিণ একটি ‘বিদেশি দেশ। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ং পুনরেকত্রীকরণের যে কোনো পরিকল্পনা বাতিল করেছে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধে থাকা সত্ত্বেও, দুই কোরিয়া দীর্ঘ দিন ধরে চূড়ান্ত পুনর্মিলনের লক্ষ্যে সম্পর্ককে একটি ‘বিশেষ সম্পর্ক’ হিসেবে বর্ণনা করে আসছে, ‘রাষ্ট্র থেকে রাষ্ট্র সম্পর্ক নয়।’ খবর বাসসের।

কিন্তু কিম জানুয়ারিতে সিউলকে তার দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন এবং শুক্রবার দক্ষিণের সাথে সম্পর্ককে ‘জঘণ্য সম্পর্ক’ হিসেবে বর্ণনা করেছেন। সিউল থেকে এএফপি জানায়। কয়েক মাস তাজা মাইন পুঁতে রাখা এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করার পর পিয়ংইয়ং এই সপ্তাহে সড়ক ও রেলপথ গুড়িয়ে দিয়েছে। এই সড়ক ও রেলপথ দক্ষিণের সাথে সংযুক্ত করেছে এবং পিয়ংইয়ং বলেছে, উত্তর কোরিয়ার সংবিধান এখন দক্ষিণকে একটি ‘শত্রু’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছে। পিয়ংইয়ংয়ের সরকারি সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ জানিয়েছে, কিম কোরিয়ান পিপলস আর্মির দ্বিতীয় কর্পসকে বলেছেন ‘আমাদের সেনাবাহিনীর আবারো এই সত্যটি মনে রাখা উচিত যে দক্ষিণ কোরিয়া একটি ‘বিদেশি’ দেশ এবং একটি দৃশ্যত শত্রু দেশ’। কিম বলেছেন, এই সপ্তাহে সড়ক ও রেলপথকে গতিশীল করার অর্থ হল ‘সিউলের সাথে খারাপ সম্পর্কের অবসান’ এবং ‘পুনর্মিলনের অযৌক্তিক ধারণার সম্পূর্ণ বাতিল।’

কেসিএনএ জানিয়েছে, তিনি আরো বলেছেন, উত্তরের সেনাবাহিনী প্রয়োজন হলে ‘শত্রু দেশের বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে সহদেশিদের বিরুদ্ধে নয়। উত্তর কোরিয়া গত সপ্তাহে তার রাবারস্ট্যাম্প সংসদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর চলে যাওয়ার ছয় বছর
পরবর্তী নিবন্ধগুপ্তহত্যার ছক : সাবেক ‘র’ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চার্জশিট