কেপিডাব্লিউএ–এম এ মালেক ডায়ালাইসিস সেন্টারের জন্য কিডনি রোগী কল্যাণ সংস্থার ফান্ডে এক লাখ টাকার অনুদান প্রদান করেন আনোয়ারা আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সেক্রেটারী মোহাম্মদ আলমগীর পারভেজ। দৈনিক আজাদী সম্পাদক, কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন এম এ মালেকের হাতে চেক তুলে দেয়া হয়। গতকাল বুধবার রাতে দৈনিক আজাদী কার্যালয়ে প্রতিষ্ঠানের জন্য একটি ডায়ালাইসিস মেশিন অনুদান প্রদানেরও ঘোষণা দেন আনোয়ারা আলম ফাউন্ডেশন।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক, কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক, সংস্থার আজীবন সদস্য এবং মা ও শিশু হাসপাতালরে সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম আজাদ, সংস্থার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক (মনি), আনোয়ারা আলম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাহেদ উল আলম, পরিচালক জাবেদুল আলম, মোহাম্মদ শাহ আলম, হামিমুল মিল্লাত ও অফিস কর্মকর্তা মো. আবদুল আলী প্রমুখ।
আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, দেশে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যয়বহুল এ চিকিৎসায় অনেকে সর্বস্বান্ত হচ্ছে। আবার আর্থিক সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। প্রতিদিন হাসপাতালে দরিদ্র ডায়ালাইসিস রোগীদের চরম ভোগান্তি ও দুঃখ দুর্দশা অবর্ণনীয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে কিডনি রোগীদের কল্যাণে সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, চট্টগ্রামের মানুষ যদি এগিয়ে আসেন নগরীতে কিডনি ডায়ালাইসিস সেন্টারসহ একটি ১০০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব। উল্লেখ্য, সাংবাদিক মরহুম এস এম জাহেদুল হকের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর আজাদী পরিবারসহ বিশিষ্টজন সংস্থার সাথে একাত্ম হয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।