কিডনি রোগী কল্যাণ সংস্থার নির্বাচন

সভাপতি জাহেদুল হক- সম্পাদক শাব্বির

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০২১-২০২৩) গতকাল শুক্রবার বিকাল ৩টায় নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ সালমা ভবনে (দ্বিতীয় তলা) সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়।

সভা শেষে এস এম জাহেদুল হককে সভাপতি, অধ্যাপক শাব্বির আহমদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি মোহাম্মদ তরিক শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান কায়সার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মো. মোশারেফ হোসেন, মো. জোবায়ের সাদেক, দীপংকর বোস, শৈবাল দেবনাথ।
প্রধান নির্বাচন পরিচালক ছিলেন সৈয়দ জাফর আহমদ। সহকারী নির্বাচন পরিচালক ছিলেন নুরুদ্দিন হোসাইন ও ঋদ্ধি বড়ুয়া। ব্যাংকার সৈয়দ জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ। সভায় আরও বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ সভাপতি মো. ইব্রাহিম, নির্বাহী সদস্য মো. মোশারেফ হোসেন, বিদায়ী অর্থ সম্পাদক মো. হোসেন, সিনিয়র সদস্য এস এম সাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সরকারি হিসাব মতে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত। এতো বিশাল সংখ্যক জনগোষ্ঠীর ব্যয়বহুল কিডনি চিকিৎসা সেবা প্রদানে সম্মিলিত প্রয়াসের কোন বিকল্প নেই। ইতোমধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে এসেছে। বক্তারা আরো বলেন, কিডনি রোগের ব্যাপক বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি, অর্থাভাবে বিনা চিকিৎসায় কিডনি রোগীদের অকাল মৃত্যু রোধে, ব্যয় বহুল চিকিৎসা ব্যবস্থা, জীবন রক্ষাকারী ওষুধের উচ্চমূল্য ও দুস্প্রাপ্যতা, বিশেষ করে হতদরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা প্রাপ্তি নিশ্চিতকরণে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার আদলে ‘আমজনতার কিডনি হাসপাতাল ও রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গঠিত ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র উদ্যোগ ও কার্যক্রম প্রশংসার দাবিদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদি ও আগত বাসিন্দা কল্যাণ পরিষদের মধুমাস উৎসব
পরবর্তী নিবন্ধচাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৬