কিডনি ফাউন্ডেশনকে ডায়ালাইসিস মেশিন কেনার অনুদান প্রদান

রোটারি ক্লাব অফ চট্টগ্রাম খুলশী সেন্ট্রাল

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে গত ১৯ মার্চ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এই বিশেষ দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ চট্টগ্রাম খুলশী সেন্ট্রালের প্রেসিডেন্ট সৈয়দ মো. আজিজ নাজমুদ্দিন, চাটার্ড প্রেসিডেন্ট রিজওয়ান শাহীদি এবং প্রাক্তন ট্রেজারার রোটেরিয়ান জাকির, রোটেরিয়ান জামাল নাসের, কিডনি রোগীদের সাহায্যে একটি নতুন ডায়ালাইসিস মেশিন প্রতিস্থাপনের জন্যে টাকা ও জাকাতের জন্যে পৃথক চেক চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদ রোটারি ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের অবদানের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এই দান কিডনি রোগীদের সাহায্য করার ক্ষেত্রে সিএকেএফএর মিশনকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সিকেএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। এই দানটি সিকেএফএর মিশনকে আরও শক্তিশালী করবে এবং ডায়ালাইসিসের জন্য যেসব রোগী উপযুক্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, তাদের জন্য এটি একটি বড় সহায়ক হবে। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন রোটারি ক্লাব অফ চট্টগ্রাম খুলশী সেন্ট্রাল এবং এসিএস লজিস্টিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানায় সহযোগিতার জন্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায়
পরবর্তী নিবন্ধআবৃত্তিজন মোসতাক খন্দকার