কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে জানা জরুরি

ফারহানা বেগম সুমি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

পরম করুণাময় আমাকে এক জীবনে দুইবার জীবন দিয়েছে। ২০১৭ সালে আজকের এই সময়ে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। সেই পথচলার ৯ বছর পূর্ণ হয়ে দশমতম বছর চলছে। এটা কোনো উদযাপনের দিন নয়, আবার শুধুই অসুস্থতার গল্পও না। সত্যি বলতে অসুস্থতা নিয়ে লিখতে এখন আমার আর ভালো লাগে না। তবুও প্রতি বছর এই দিনে দুটো কথা লিখি, শুধু অন্যদের সচেতনতার জন্য। কারণ আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছেন, যারা কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে খুব কম জানেন। অনেকে এটাকে ভয়ংকর, প্রায় অসম্ভব বা শেষ ভরসার চিকিৎসা মনে করেন।

বাস্তবতা হলো, কিডনি ট্রান্সপ্লান্ট সহজ কোনো চিকিৎসা নয়। এটা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। নতুন কিডনি নিয়ে বেঁচে থাকা অনেকেই খুব কঠিন আর কষ্ট সাধ্য মনে করে। এই ৯ বছরের অভিজ্ঞতা আমাকে একটাই কথা শিখিয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক চিকিৎসা, নিয়ম মেনে চলা আর সচেতনতা থাকলে জীবন আবার নতুন করে গুছিয়ে নেওয়া সম্ভব। সব দুঃসময় পেরিয়ে জীবনকে নতুনভাবে দেখার সুযোগ পাওয়া যায়।

জীবন সত্যিই সুন্দর, বিশেষ করে যখন কঠিন সময়ে প্রিয় মানুষগুলো পাশে থাকে। আমার জীবনের এই কঠিন অধ্যায়ে আল্লাহর পর সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আমার স্বামী। অসুস্থতার দীর্ঘ সময়, প্রবাস জীবনে অনিশ্চয়তা, ভয় আর ক্লান্তির ভেতর তিনি এক মুহূতের্র জন্যও আমাকে একা হতে দেননি। নিজের কষ্ট, ভয় কিংবা দুর্বলতা কখনো আমার সামনে আনেননি, সব সময় শক্তি হয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা, জীবনমৃত্যুর এই সন্ধিক্ষণে এমন একজন জীবনসঙ্গী পাশে পাওয়া আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আজ এই নয় বছরের জীবনের প্রতিটি সুস্থ দিন আল্লাহর পর তার কাছে আমার ঋণ। আমি জানি, এই ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়।

আমার জীবনের এই কঠিন সময়ে আমার ভাইবোনরা আমার শক্তি হয়ে আমার পাশে ছিল। বিশেষ করে আমার ছোট ভাই। যার ত্যাগ ভালোবাসা আর সহযোগিতার ভুমিকা ছিল অতুলনীয়। আর যারা বিভিন্নভাবে সহযোগিতা ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ, যাদের নিঃশর্ত সমর্থন ছাড়া এই পথচলা আমার সম্ভব হতো না। তাদের সবাইকে আমি সবসময় আমার মুনাজাতে রাখি। আল্লাহর অশেষ রহমতে আমি জীবনে দ্বিতীয়বার সুযোগ পেয়েছি। শোকর আলহামদুলিল্লাহ।

এই লেখাটা কোনো সহানুভূতির জন্য না। শুধু এতটুকু বলতে চাই, কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে জানা জরুরি। ভয় না পেয়ে, অঙ্গ দান নিয়ে ভুল ধারণা না রেখে, সঠিক তথ্য জানাটাই সবচেয়ে দরকার। যারা এই পথে হাটতে চান, তাদের জন্য একটাই কথা আশা রাখুন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আর আপনজনদের জন্য বলি, আপনার প্রিয়জনকে কিডনি দান করুন।। এতে আপনার কোন ক্ষতি হবে না। প্রয়োজনে কিডনি দান মানবতার শ্রেষ্ঠ প্রমাণ। অপারেশনের পর নিয়ম মেনে চলুন, আর নিয়মিত মেডিসিন খাবেন। জীবনে অনেক কিছু কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আমি আল্লাহর কাছে আজীবন কেবল এক কৃতজ্ঞতার জীবন চাই। আর আপনাদের সাথে আমার আরো অনেক দিন বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার জন্য সবাই দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধসুখ ও শোক: জীবনের এক অবিচ্ছেদ্য কাব্য
পরবর্তী নিবন্ধশেষ জামানার ফেতনা থেকে বাঁচার উপায়