কিডনি চিকিৎসায় ভূমিকা রাখছে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন

ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের চেক হস্তান্তর অনুষ্ঠান

| শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে অনুদান প্রদান উপলক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামালুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন, ইনার হুইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম, সাবেক জাতীয় প্রতিনিধি খালেদা আউয়াল, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নাসরিন নাহার, সেক্রেটারি উম্মে সারা আনিকা, পিপি গুলশানা আলী, আসমা এন আহমেদ, কামরুন নাহার আহমেদ, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি এমদাদুল আজিজ চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য ওমর আলী ফয়সাল, আজীবন সদস্য এম এ করিম চৌধুরী।

বক্তারা বলেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন কিডনি চিকিৎসায় অনন্য ভূমিকা পালন করছে। কিডনি রোগ একটি ব্যয়বহুল চিকিৎসা, যা বহন করা অধিকাংশ রোগীর পক্ষে সম্ভব নয়। ফলে অনেকেই চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। আর কোনো কিডনি রোগী যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সে প্রত্যয়ে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আর এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের মতো সেবামূলক সংগঠনগুলো এগিয়ে এসেছে। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন চট্টগ্রামবাসীর প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাব ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলীর প্রথম জয়