কিছু দেশ থেকে ভারতে যেতে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক হচ্ছে

| শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কোভিড রোগীর সংখ্যা বেশি, এমন দেশগুলো থেকে ভারতে নামা যাত্রীদের জন্য করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ‘নেগেটিভ’ ফলের সনদ বাধ্যতামূলক করার কথা ভাবছে নয়া দিল্লি।
চীনে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে এশিয়াজুড়ে উদ্বেগের মধ্যে গতকাল শুক্রবার সম্প্রচারমাধ্যম নিউজএক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া তাদের এ পরিকল্পনার কথা জানান বলে জানিয়েছে। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন দেশে কোভিড রোগীর সংখ্যা বেশি তা নির্ধারিত হবে। সেসব দেশ থেকে আসা লোকদের যাত্রার আগেই তাদের আরটি-পিসিআর পরীক্ষার ফল আপলোড করতে হবে। তারপর তারা আসতে পারবেন। মন্দাভিয়া বলেন, যাত্রীদেরকে তাদের কোভিড শনাক্তকরণ পরীক্ষার ফলের সনদ ভারতের একটি সরকারি ওয়েবসাইটে আপলোড
করতে হবে। ভারতে নামার পর তাদেরকে থার্মাল স্ক্রিনিংয়ের (শরীরের তাপমাত্রা মাপা) ভেতর দিয়েও যেতে হবে।

ভারত এখন তাদের বিমানবন্দরগুলোতে নামা আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে এলোমেলোভাবে বেছে নেওয়া ২ শতাংশের দেহে কোভিডের উপস্থিতি পরীক্ষা করে দেখছে, গত বৃহস্পতিবার পার্লামেন্টে এমনটাই বলেছেন মন্দাভিয়া। বিশ্বের দেশগুলোর ভারতেই এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ কোভিড রোগী শনাক্ত হয়েছে।
কয়েকদিন আগেই দেশটির কেন্দ্রীয় সরকার চীন ও বিশ্বের বিভিন্ন অংশে কোভিডের ঊর্ধ্বগতি দেখে রাজ্য কর্তৃপক্ষগুলোকে করোনাভাইরাসের নতুন কোনো ধরন ধরা পড়ে কিনা সেদিকে নজর রাখতে এবং নাগরিকদের ভিড় হয় এমন স্থানে মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকের চাপে কক্সবাজার ‘হাউসফুল’
পরবর্তী নিবন্ধবহাল থাকতে পারেন চট্টগ্রামের ৫ নেতা