দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, জাতি যখন একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে, তখন কিছু দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের দাবি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাঁধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের এ দাবি জাতির সাথে তামাশা ও হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তিনি বিএনপি নেতাকর্মীদের ধানের শীষে জনমত গড়ে তোলার আহবান জানান।
তিনি গত ১৯ সেপ্টেম্বর পটিয়ায় দলীয় কার্যালয়ে বিএনপির ও অঙ্গসংঠনের উদ্যোগে আয়োজিত উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, মোহাম্মদ ইসমাইল, দিদারুল আলম, মোহাম্মদ কামাল, মাহাবুবুর রহমান, শাহজাহান চৌধুরী, আল রাইহান সোহেল, মফিজ উদ্দীন, নাছির উদ্দীন, মীর জাকের হোসেন, আলমগীর, মীর সাইফু, মোরশেদুল আলম ইমন, আবদুল খালেক এস এম নয়ন, শাহাদাৎ হোসেন, মো. রাসেল, কামরুল, ইমরান প্রমুখ।