কিউবায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০২ অপরাহ্ণ

কিউবায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দ্বীপ রাষ্ট্রটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাজধানী হাভানার শহরতলীতে দিউবিস লওরেন্থিয় তেহেরা (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিউবায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই প্রথম একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা হল বলে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সরকারি স্থাপনায় হামলা চালানো একটি দলের অংশ ছিল সে। অপরদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দলটির সদস্যদের লক্ষ্য করে নিরাপত্তাবাহিনীর চালানো গুলিতে তার মৃত্যু হয়েছে। তেহেরার মৃত্যু কীভাবে হয়েছে সরকারিভাবে এখনও তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তেহেরার মৃত্যুতে শুধু শোক জানিয়েছে।
রাষ্ট্রায়াত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হাভানার লা গিনেরা এলাকার বিশৃঙ্খলার সঙ্গে তেহেরা যুক্ত ছিলেন, সেখানে একটি দল সরকারি স্থাপনার ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লা গিনেরা এলাকায় স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশ নেওয়া লোকজনের ওপর নিরাপত্তা বাহিনীই চড়াও হয়েছিল। এলাকাটির বাসিন্দা ওয়ালদো এরেরা বলেছেন, কর্মকর্তারা তাদের অস্ত্র তুলে বিক্ষোভকারীদের দিকে গুলি করা শুরু করে।
কিউবাজুড়ে নজিরবিহীন এ সরকারবিরোধী বিক্ষোভ রোববার থেকে শুরু হয়। হাভানার দক্ষিণ-পশ্চিমে সান আন্তোনিও দে লোস বানোস শহরে সরকারবিরোধী একটি বিক্ষোভ শুরু হওয়ার পর দ্রুতই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। নিত্য ব্যবহার্য পণ্যের সংকট, নাগরিক স্বাধীনতার সংকোচন এবং মহামারী মোকাবেলায় কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট ও ক্ষুব্ধ লোকজন প্রতিবাদে নামে। তারা স্বাধীনতা, গণতন্ত্র ও করোনাভাইরাস মহামারী মোকাবেলায় টিকার দাবি জানিয়ে স্লোগান দেয়।

পূর্ববর্তী নিবন্ধত্রিশ রুপিতেই কোটিপতি!
পরবর্তী নিবন্ধসংক্রমণের ঊর্ধ্বগতি সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়ল