ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের প্রবাহ এখন বন্ধ হয়ে যাবে উল্লেখ করে কিউবাকে দ্রুতই একটি চুক্তি করা নয়ত পরিণতি ভোগ করার বিষয়ে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত ৩ জানুয়ারিতে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে তুলে নিয়ে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার দিকে মনোযোগ দিয়েছেন। ভেনেজুয়েলা কিউবার দীর্ঘদিনের মিত্রদেশ। ভেনেজুয়েলা থেকে কিউবায় দিনে প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল যায় বলে ধারণা করা হয়। কিন্তু এখন এই তেলের প্রবাহ বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিডিনিউজের।
গতকাল রোববার সোশাল মিডিয়া ট্রুথ স্যোশালে ট্রাম্প লেখেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে আসা বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়ে আসছে। বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার সর্বশেষ দুই স্বৈরশাসককে নিরাপত্তা সেবা দিয়েছে। কিন্তু আর নয়। কিউবায় আর কোনও তেল বা অর্থ যাবে না– শুন্য! তাই বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তাদেরকে আমি দৃঢ়ভাবে চুক্তি করতে বলছি।’ তবে ট্রাম্প এই চুক্তির শর্তগুলো কি এবং চুক্তি না করলে কি পরিণতি কিউবা ভোগ করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। কিউবাকে নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কি সে বিষয়ে ট্রাম্প প্রশাসন স্পষ্ট কিছু না বললেও রোববার প্রেসিডেন্ট ট্রাম্প স্যোশাল মিডিয়ায় একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন।










