নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে সহজে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং এর পর মোহাম্মদ রিজওয়ানের দারুণ ব্যাটিং সহজ জয় পাইয়ে দেয় পাকিস্তানকে। রাওয়ালপিন্ডিতে শনিবার দ্বিতীয় টি–টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৭ উইকেটে। দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে আসা নিউজিল্যান্ডকে মাত্র ৯০ রানে থামিয়ে ৪৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। পাকিস্তানকে জয়ের মঞ্চ গড়ে দেন আফ্রিদি। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেওয়া এই পেসার জিতেন ম্যাচ সেরার পুরস্কার। দুটি করে উইকেট নেন বাঁহাতি পেসার আমির এবং দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব খান। স্বল্প রান তাড়া করতে নেমে ৩৪ বলে ৪৫ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফিরেন রিজওয়ান। ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ইনিংসের পথে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড গড়েন তিনি। তিন হাজার থেকে ৩৯ রান কম নিয়ে ম্যাচটি খেলতে নামা রিজওয়ান পাকিস্তানের হয়ে ৭৯ ইনিংসে স্পর্শ করেন এই মাইলফলক। এতদিন যৌথভাবে রেকর্ডটি ছিল তার সতীর্থ বাবর ও ভারতের তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলির। তিন হাজার রান করতে এই দুজনের লেগেছিল ৮১ ইনিংস। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে পাকিস্তান। পাওয়ার প্লেতে ৩৫ রানে ফিরিয়ে দেয় টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে। যেখানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা টিম রবিনসন ও ডিন ফঙক্রফটকে ফেরান আমির, অভিজ্ঞ টিম সাইফার্টকে বিদায় করেন আফ্রিদি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। দলটির হয়ে দুই অঙ্কে যেতে পারেন চার জন ব্যাটসম্যান। সর্বোচ্চ ১৯ রান করেন মার্ক চ্যাপম্যান। জবাব দিতে নেমে প্রথম বলে চার মারা সাইম আইয়ুবকে পরের বলেই ফিরিয়ে দেন বেন লিস্টার। ১৪ রান করে ফিরেন অভিজ্ঞ বাবর। উসমান খানও পারেননি টিকতে। ইরফান খানকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিজওয়ান। দুজনে গড়েন ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি।