টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এরপর তার স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। তবে ভারতের টেস্ট দলের নেতৃত্ব এখনও ছাড়েননি কোহলি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। আর পুরো সিরিজে বিশ্রামে থাকবেন রোহিতসহ বিশ্বকাপ দলের আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটার। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ উপলক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। কোহলি বিশ্রামে থাকায় প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় টেস্টে নেতৃত্বভার ফেরত পাবেন কোহলি। চেতেশ্বর পূজারাকে করা হয়েছে সহ-অধিনায়ক। ২৫ নভেম্বর কানপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মুম্বাইয়ে ৩ ডিসেম্বর থেকে।