কিং সালমান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

| রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

কোতোয়ালি থানাধীন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কিং সালমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের সহায়তায় সমাজের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র আশি হাজার পরিবারের মাঝে ক্রমান্বয়ে ২৫ কেজি বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আল মানাহিল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাওলানা ফরিদ উদ্দিন, কিং সালমান ফাউন্ডেশনের প্রতিনিধি বর্গ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের অস্তিত্বের সর্বত্র রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধচমেকের ক্যান্সার ব্লকে ক্লাশের অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ