ফটিকছড়ি পৌরসভায় কিংস ইলেভেন কে.বি আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। পৌরসভার ৪নং ওয়ার্ডে কিংস ইলেভেন কে.বি মাঠের ফাইনাল খেলায় রাজু সুলতান ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ি করোনেশন ক্রিকেট একাদশ। খেলা শেষে এড. মুহাম্মদ হামিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতি ও ক্রীড়াবিদ মোহাম্মদ এমরান হোসেন। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এম. ফরিদুল আলম। ট্রফি উন্মোচন করেন প্রবাসী মোহাম্মদ আমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পপতি মোহাম্মদ পারভেজ, মো. দিদারুল আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ এমদাদ হোসন, মোহাম্মদ নাজমুল তারেক, মোহাম্মদ হাসানুল করিম রাকিব, মো. আলাউদ্দিন পারভেজ, মোহাম্মদ আল মুছা, মোহাম্মদ কুতুব উদ্দিন, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন।