লিগের প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিলেও ফিরতি ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হলো কিংসকে। রীতিমত ঘাম ঝরিয়েছে তাদের চট্টগ্রাম আবাহনী। গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরা কিংস নুহা মারংয়ের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। বিরতির পর ৫২ মিনিটে এ গোলটি হয়। প্রথমার্ধে সুযোগ তৈরি করেও আবাহনীর রক্ষণ ভাঙতে পারেননি দলটির ফরোয়ার্ডরা। অবশ্য দ্বিতীয়ার্ধে নুহা মারংয়ের গোল ব্যবধান গড়ে দেয়। সুযোগ এসেছিল চট্টগ্রাম আবাহনীর সামনেও; কিন্তু কিংসের রক্ষণ দেয়নি কোনো সুযোগ। কিংসের আক্রমণের পাল্টা জবাব দিতে ২৪তম মিনিটে দলটির রক্ষণ কাঁপায় চট্টগ্রাম আবাহনী। ডান প্রান্ত থেকে ওমিদ পোপালজাইয়ের মাপা ক্রসে পিটার থ্যাংকগডের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়। ২৮তম মিনিটে রবসনের বাড়ানো পাস গোলমুখে পা লাগাতে পারেননি ইব্রাহিম, ফলে নষ্ট হয় সুযোগ। পরের মিনিটেই রোবিনহোর গতির শট আটকে দেন গোলকিপার সাইফুল। ৩২তম মিনিটে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর গোলমেশিন পিটার থ্যাংকগড। তার পরিবর্তে মাঠে নামেন মধ্যমাঠের খেলোয়াড় আরাফাত। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ধার বাড়ায় কিংস। ফলও পেয়ে যায় দ্রুত। ৫২তম মিনিটে ডেডলক ভাঙেন নুহা মারং। মাঝ মাঠ থেকে মিগেলের থ্রু পাস অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়া নুহার প্লেসিং শট সাইফুলের হাতে লেগে জালে জড়ায়। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বসুন্ধরা। চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট। তারা সপ্তম স্থানে রয়েছে।












