কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষের বাড়ি দখলের অভিযোগ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত আঞ্চলিক গানের সম্রাজ্ঞী, কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষের নন্দনকাননস্থ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রয়াত শেফালী ঘোষের পুত্র সুশান্ত দত্ত। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুশান্ত দত্ত তাদের বাড়ি দখলের এ অভিযোগ কথা বলেন। তিনি বলেন, ‘ধর্মীয় সংগঠন ইসকনের নাম ব্যবহার করে আমার বাবা গণসংগীত শিল্পী প্রয়াত ননী গোপাল দত্তের সম্পত্তি দখল করে নেয়।

চাকরির কারণে আমি আমেরিকায় অবস্থানকালে কতিপয় দুষ্কৃতকারী জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিলপত্র তৈরি করে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে। দুষ্কৃতকারীরা আমার মায়ের রাষ্ট্রীয় সনদপত্র, একুশে পদকসহ যাবতীয় মূল্যবান পুরষ্কার এবং ব্যবহার্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমার পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি।

আমার মা শেফালী ঘোষ এবং পিতা ননী গোপাল দত্ত সংগীতের মাধ্যমে জনতার জাগরণে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন আমৃত্যু। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ‘ও মুজিব ভাই রে, বঙ্গবন্ধুর দুই নিশানা শেখ হাসিনা, শেখ রেহানা’ এখনও জনগণের মুখে মুখে। আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি এবং আমার মায়ের স্মৃতি বিজড়িত বাড়ি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রতন কুমার বিশ্বাস, বিটু ভৌমিক, স্বপন ঘোষ রায় নিপু, সুজন চৌধুরী, কৃষ্ণা দাশ, বিউটি দাশ, ধীমান বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাতারে চট্টগ্রাম সমিতির গুণীজন সংবর্ধনা ও অভিষেক
পরবর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এমপি লতিফের ত্রাণ বিতরণ