কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে গত ১৭ মার্চ সকালে একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান। বক্তব্য দেন, অতিরিক্ত কমিশনার মাজফুজুল হক ভুঁইয়া, ডেপুটি কমিশনার তপন কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার দ্বৈপায়ন চাকমা, রাজস্ব কর্মকর্তা জাহিদুল ইসলাম জামাল, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শাহজাহান মিঞা, দেবাশীষ রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা রেহেনা পারভীন। শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত সকল শহীদ এবং করোনায় নিহত সকলের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।